ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে ঝরলো ২ প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
সড়কে ঝরলো ২ প্রাণ

শরীয়তপুর: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় বনাই বিবি (৯০) ও মোটরসাইকেল আরোহী হাজী ইয়াকুব (৫৬) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তার নাম পরিচয় জানা যায়নি।  

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জাজিরা উপজেলার কাজীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার জন্য শরীয়তপুর সাত্তার মাদবর-মঙ্গল মাঝিরঘাটের দিকে যাচ্ছিলেন হাজী ইয়াকুব। কাজিরহাট এলাকায় রাস্তা অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বনাই বিবিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির দুই আরোহীও পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বনাই বিবি ও হাজী ইয়াকুবেকে মৃত ঘোষণা করেন।  

জাজিরা থানার সহকারী পুলিশ পরিদর্শক আল-আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। তাই মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।