ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মুহিবুউল্লাহর খুনিদের বিচার অচিরেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
মুহিবুউল্লাহর খুনিদের বিচার অচিরেই

কক্সবাজার: পররাস্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িতদের অচিরেই আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী খুবই আন্তরিকভাবে কাজ করছে।

শনিবার (০৯ অক্টোবর) বিকালে টেকনাফে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

এ সময় পররাষ্ট্র সচিব আরও আরও বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে  ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরার চেস্টা চলছে।

তিনি বলেন, যেহেতু রোহিঙ্গারা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করছে, তাই এখানে আইন-শৃঙ্খলার অবনতি যেন না হয় সেই চেস্টা আমাদের থাকতে হবে।

ভাসানচর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সঙ্গে ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য চুক্তি হয়েছে। আগামী নভেম্বর মাস থেকে কক্সবাজার থেকে আবার রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হবে।

বাংলাদেশ সময়:১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৯,২০২১
এসবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।