দিনাজপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট দেখে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের দরিদ্র অসহায় প্রতিবন্ধী পরিবারকে বাড়ি উপহার দিলেন পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাইলা সাবরিন।
ফুলবাড়ি পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামে নির্মিত বাড়িটি শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সেই অসহায় পরিবারটিকে হস্তান্তর করেন শাইলা সাবরিন।
এসময় উপস্থিত ছিলেন- ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ি পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
এসময় শাইলা সাবরিন জানান, তিনি সবসময় অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের জন্য কাজ করেন। দুঃখী মানুষের কষ্ট তিনি সহ্য করতে পারেন না, সে কারণে মানুষের কষ্ট দেখলেই তিনি সেখানে ছুটে যান। তাই তিনি সমাজের প্রতিটি বিত্তবানদের, অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পূর্ব কাঁটাবাড়ি গ্রামের প্রতিবন্ধী কানাই রায়ের পরিবারকে নিয়ে গত বছরের ৫ নভেম্বর ‘হামার খবর কেউ রাখে না’ শিরোনামে স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়। বিষয়টি পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাইলা সাবরিনের নজরে আসে।
পরে তিনি নিজেই সেই পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের দেখতে আসেন এবং সেই সময় ওই পরিবারটিকে তার নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা দেন এবং একটি বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রতিশ্রুতি অনুযায়ী পরবর্তী সময়ে তার নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারটিকে তাদের নিজস্ব জমিতে একটি টিনশেডের পাকা বাড়ি নির্মাণ করে দেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
আরএ