ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের কেবিনে ব্যক্তির গলিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
ট্রাকের কেবিনে ব্যক্তির গলিত মরদেহ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় সড়কে দাঁড়ানো ট্রাকের কেবিন থেকে বেলাল হোসেন (৩৮) এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার শেরপুর-ধুনটের আঞ্চলিক সড়কের শালফা শুভলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দিন ধরে একটি ট্রাক (নরসিংদী-উ ১১-০০১৭) উপজেরার শালফা শুভলি গ্রামের দবির ট্রেডার্সের সামনে দাঁড়িয়ে ছিল। শনিবার বিকেলে ট্রাকের ভেতর থেকে দুর্গন্ধ ছড়তে শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়রা ট্রাকের ভেতরে কেবিনের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রাক চালক বেলালের মৃত্যুর রহস্যের উদঘাটনে পুলিশ কাজ করছে। ট্রাক চালকের সঙ্গে থাকা সহকারীর এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে ধরতে পারলে এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।