ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুমার নদে নৌকাবাইচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
কুমার নদে নৌকাবাইচ  নৌকাবাইচ।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজার সংলগ্ন কুমার নদে গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকাবাসীর উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়।

 

রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।  

আরও উপস্থিত ছিলেন- মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান, রুপাপাত ইউপি চেয়ারম্যান আজিজার রহমান মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

এ নৌকাবাইচ প্রতিযোগিতায় ছোট বড় ১০টা নৌকা অংশগ্রহণ করে। গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্য বহনকারী এ নৌকাবাইচ দেখতে নদীর দু-পাড়ে আধা কিলোমিটার জুড়ে হাজার হাজার জনতা ভিড় করে। নৌকাবাইচকে কেন্দ্র করে মেলারও আয়োজন করা হয়।  

আয়োজক সূত্রে জানা যায়, নৌকাবাইচের আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলার কদমী গ্রামের সমাজসেবক মো. মিজানুর রহমানের মালিকানাধীন সুমনা ডেইরি ফার্ম অ্যান্ড ফিসারি।  

এ প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীকে মোটরসাইকেল এবং দ্বিতীয় বিজয়ীকে ফ্রিজ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।