ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রধানমন্ত্রীর কোনো ব্যর্থতা নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
‘প্রধানমন্ত্রীর কোনো ব্যর্থতা নেই’

লালমনিরহাট: সমাজক্যালণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ব্যর্থতা নেই।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা মণ্ডপে ব্যক্তিগত ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুস্থ পরিবারের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য এককালিন ৫০ হাজার করে ও প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এককালিন ১৮ হাজার করে টাকা দিচ্ছে। শতভাগ বয়স্ক ভাতা দেওয়ার পাশাপাশি বিধবা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছে বর্তমান সরকার। যা ইতোপূর্বে মানুষ কখনই পায়নি। আগামীতে এসব বরাদ্দ ১০ গুন বাড়ানো হবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমি মানুষকে খুশি করতে কিছু করি না। যা করি মহান আল্লাহকে খুশি করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর করা ছকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময়ের তলাবিহীন বাংলাদেশকে বিশ্বের রোল মডেলে পরিণত করেছেন। দেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী আজ অবাক তাকিয়ে থাকে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজ শুধু দেশের নয়, বিশ্বের নেত্রী। দেশের অগ্রযাত্রা সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর সুস্থতায় সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত- ইউএনও) আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক রফিকুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল আলম, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মণ্ডপে দুই হাজার টাকা হারে অনুদান দেন। একইসঙ্গে প্রতিটি মণ্ডপে সরকারি বরাদ্দের জিআর চাল বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন।

এর আগে সকালে মন্ত্রী একদিনের সফরে লালমনিরহাট পৌঁছে কালীগঞ্জ উপজেলার পূজা মণ্ডপে সরকারি ও ব্যক্তিগত অনুদান বিতরণ করেন। নিজের নির্বাচনী এলাকা আদিতমারী ও কালীগঞ্জ দুই উপজেলায় মোট ২০২টি পূজা মণ্ডপে এসব অনুদান বিতরণ করে বিকেলেই ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।