ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রধানমন্ত্রী কাউকে ফিরিয়ে দেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
‘প্রধানমন্ত্রী কাউকে ফিরিয়ে দেন না’ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ফিরিয়ে দেন না উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তার কাছে আমি অসংখ্যবার প্রকল্প নিয়ে গেছি, তিনি ফিরিয়ে দেন নি। সর্বশেষ একনেকেও তিনি নেত্রকোনার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।

 

শনিবার (০৯ অক্টোবর) অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত বার্ষিক সন্মেলন ২০২১ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ময়মনসিংহ নানা কারণে আমার কাছে স্মরণীয়। তখন প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা। তিনি সফরে গেলেন ময়মনসিংহ। আমি তখন সেখানকার ডিসি। আমাকে ওপর থেকে ফোন করা হল, সফরে যাচ্ছেন শেখ হাসিনা, পাত্তা দিয়েন না। আমি সে কথা শুনলাম না। আমি তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোভাবেই প্রোটোকল দিলাম। তিনিও বেশ খুশি হলেন। আমি সেখানেই তাকে বললাম, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আর সেই স্থানটি হলো ময়মনসিংহ সার্কিট হাউজ।  

পরিকল্পনামন্ত্রী বলেন, ময়মনসিংহ তথা সারাদেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমরা নানা পরিকল্পনা নিচ্ছি। তবে আমাদের দক্ষ হতে হবে, পরিশ্রমী হতে হবে। বেশি বেশি কাজ করতে হবে।  

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বৃহত্তর ময়মনসিংহ পরিষদের সমন্বয় পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ বলেন, আমরা বৃহত্তর ময়মনসিংহবাসী আমাদের এই অঞ্চলের জন্য কাজ করবো। আমাদের সবার উদ্দেশ্যে একটাই, এই অঞ্চলের উন্নয়ন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১ 
এমআইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।