ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পূজায় সহিংসতা বরদাস্ত করা হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
পূজায় সহিংসতা বরদাস্ত করা হবে না

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী বলেন ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি প্লাটফর্মে দাঁড় করিয়েছিলেন যা ছিল বাঙালি জাতীয়তা বাদ।

 

তিনি বলেন, মুক্তিযুদ্ধে আমরা সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছেন। যুগ যুগ ধরে দেশে সকল ধর্মের মানুষের ধর্ম কর্ম চলে আসছে। আমারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সকল ধর্মের মানুষের সহ অবস্থানের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির মধ্যে আমাদের বসবাস। পূজা অনুষ্ঠানে কোন প্রকার সহিংসতা বরদাস্ত করা হবে না।
বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই।  

শনিবার (০৯ অক্টোবর) দুপুরে স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে পূজা পরিষদ আয়োজিত বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা
বলেন।  

উপজেলা পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, সাবেক উপজেলা চেযারম্যান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম মুইদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, পূজা পরিষদের পিরোজপুর জেলা সভাপতি বিমল চন্দ্র মণ্ডল, সম্পাদক গোপাল বসু, সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদার প্রমুখ।

অনুষ্ঠানে ১১৮টি পূজা মণ্ডপের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান (৫০০ কেজি করে চাল), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদান, জেলা পরিষদের অনুদান এবং হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে দেওয়া অনুদান বিতরণ করেন। বিকেলে মন্ত্রী উপজেলার গুয়ারেখা ইউনিয়নে রাজবাড়ী কলেজের ও
পাটিকেলবাড়ী মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ব্রিজের উদ্বোধন এবং এগার গ্রাম স্কুলমাঠে জাতীয় খেলা হা-ডু-ডু খেলার পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।