ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারী ট্রাফিক বিভাগের অগ্নি নির্বাপণ মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
ওয়ারী ট্রাফিক বিভাগের অগ্নি নির্বাপণ মহড়া

ঢাকা: অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা মোকাবেলা, ক্ষয়ক্ষতি প্রশমন ও সচেতনতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগে অনুষ্ঠিত হয়েছে অগ্নি নির্বাপণ মহড়া।

শনিবার (৯ অক্টোবর) বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অগ্নি নির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপ-কমিশনার (ডিসি) মো. সাইদুল ইসলাম।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) বজলুর রশিদ ও তার দল কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় তারা পুলিশ সদস্যদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেন।

কর্মশালায় অগ্নিকাণ্ডের কারণ, অগ্নি-নির্বাপক সরঞ্জামের ধরন ও অগ্নি-নির্বাপণ কৌশল, সচেতনতা ও সতর্কতা, প্রতিরোধমূলক ব্যবস্থা, অগ্নিকাণ্ড পরবর্তী উদ্ধার কার্যক্রম, অগ্নি ব্যবস্থাপনা, ভূমিকম্প ও বজ্রপাতে করণীয়সহ প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।

এ সময় ওয়ারী ট্রাফিক বিভাগের ডিসি সাইদুল ইসলাম বলেন, অগ্নি নির্বাপণ একটি সার্বজনীন বিষয়। এটি সব পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যেক নাগরিকের অগ্নি নির্বাপণ সংক্রান্ত ধারণা থাকা প্রয়োজন। প্রতি বছরই অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক মানুষের জীবন ও অর্থনৈতিক ক্ষতি হয়।

ওয়ারী ট্রাফিক বিভাগের উপ-সহকারী কমিশনার (এডিসি) গোবিন্দ চন্দ্র পাল, এসি বিপ্লব কুমার রায়, ডেমরা বিভাগের ইমরান হোসেন মোল্লাসহ অন্যান্য পুলিশ সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।