ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ২৭ জেলের ১ বছর করে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
শিবচরে ২৭ জেলের ১ বছর করে কারাদণ্ড

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে ইলিশ ধরায় ৩০ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ২৭ জনকে এক বছর করে কারাদণ্ড ও তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে এ দণ্ডাদেশ দেওয়া হয়। এর আগে অভিযানে ২৩ হাজার ৭০০ মিটার জাল ও ১৬ কেজি ইলিশ মাছ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইলিশ মাছগুলো দেওয়া হয়েছে স্থানীয় এতিমখানায়।

সংশ্লিষ্টরা জানান, প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ করতে শুক্রবার দিনগত রাত থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে শুরু হয় অভিযান, যা চলে শনিবার সকাল ১০টা পর্যন্ত। অভিযানের প্রথম দিকে পাঁচ জেলেকে আটক করা হয়, যাদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, ইলিশ ধরা বন্ধে মৎস্য অফিস ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। শুক্রবার দিনগত রাতে পাঁচ জেলেকে আটক করা হয়েছিল। সে সময় ১৭ হাজার ২০০ মিটার জাল জব্দ করা হয়। শনিবারের অভিযানে আরও ৩০ জেলে আটক হন। জব্দ করা হয় ২৩ হাজার ৭০০ মিটার জাল।

জেলেদের কারাদণ্ড দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।