ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শামীম ওসমানের শ্বশুরের দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
শামীম ওসমানের শ্বশুরের দাফন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের শ্বশুর ব‍্যবসায়ী হাজী সাইফউদ্দিন আহাম্মেদ (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)

শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানী একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে আমেরিকাতেও চিকিৎসা নিয়েছেন।

বাদ মাগরিব তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এরপর বন্দরে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মৃত্যুর আগে তার ইচ্ছা অনুযায়ী বন্দরের লক্ষণখোলায় পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

প্রথম নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম ওসমান বলেন, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমার দেখা মতে তিনি ছিলেন একজন অত্যন্ত ভালো ও আল্লাহওয়ালা লোক। মৃত্যুর আগে তিনি তার সব ছেলে-মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের দেখে গেছেন এবং বলেছেন আমি চলে যাবো, ওই দুনিয়ায় আবার দেখা হবে। আমি তার জন্য সবার কাছে দোয়া চাই।

সাইফউদ্দিন আহমেদের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে একজন সালমা ওসমান লিপি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও ছেলে তানভীর আহমেদ টিটু বিসিবির সদ্য নির্বাচিত পরিচালক।

তানভীর আহমেদ টিটু বলেন, আমি তার জন্য সবার কাছে দোয়া চাই এবং যদি তার জীবদ্দশায় কোন ভুল থেকে থাকে সেজন্য ক্ষমা চাই।

এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেম ভুঁইয়া সাজনু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।