ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কোস্টগার্ডের ধাওয়ায় মেঘনায় ঝাঁপ, ঠাঁই হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
কোস্টগার্ডের ধাওয়ায় মেঘনায়  ঝাঁপ, ঠাঁই হাসপাতালে

চাঁদপুর: চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরতে গিয়েছিলেন সবুজ নামের এক জেলে। কিন্তু কোস্টগার্ডের ধাওয়ায় নৌকা থেকে পড়ে পাখার আঘাতে পা ও শরীরে বিভিন্ন স্থানে কেটে গুরুতর জখম হয়েছে তার।

 

শুক্রবার (৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মেঘনা নদীর হরিণা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় কোস্টগার্ড সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই তথ্য জানা গেছে। আহত সবুজ চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের সোলেমান গাজীর ছেলে।

ঘটনার সময় রাতে টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। বাংলানিউজকে তিনি জানান, অভিযানের সময় কোস্টগার্ডের দুটি টিম একসঙ্গে ছিল। পরবর্তীতে একটি টিম নিয়ে তিনি নিজে মোহনা এলাকায় অভিযান চালান। কোস্টগার্ডের আরেকটি টিম হরিণা এলাকায় অভিযান চালায়। তখন ধাওয়া খেয়ে এক জেলে নদীতে পড়ে আহত হন। বিষয়টি কোস্টগার্ড সদস্যরা জানালে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়। বিষয়টি সিভিল সার্জনকে জানিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, কোস্টগার্ডের সদস্যরা জেলে সবুজকে আহত অবস্থায় তাদের ওখানে রেখে চলে যায়। সবুজের একটি পা কেটে গেছে ও শরীরের পেছন, পিঠ নৌকার পাখায় লেগে গুরুতর জখম হয়েছে। ব্যাপক রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
 
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ বাংলানিউজকে বলেন, শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাতের অভিযানের নেতৃত্বে ছিলেন। ইলিশ ধরার সময় জেলেদের ধাওয়া দিলে নৌকা থেকে পড়ে গিয়ে সবুজ নামে একজন আহত হয়। নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এসিল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন ওই জেলেকে চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের দায়িত্ব যতটুকু, ততটুকু পালন করেছি।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।