জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপ-উপাচার্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় মানিকগঞ্জের সিঙ্গাইড়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আফসার আহমেদের মরদেহ।
জানাজায় বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবির, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হকসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানাজার আগে অধ্যাপক আফসার আহমেদের জামাতা মাহবুবুল কবির হিমেল বলেন, রবিবার সকাল ১০টায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন অনুষ্ঠিত হবে। এর আগে ভোর ছয়টায় বিশ্ববিদ্যালয় থেকে আফসার আহমেদের মরদেহ তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে।
জানাজা শেষে আফসার আহমেদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাভারের জাগরণী থিয়েটার।
এর আগে, দুপুর পৌনে দুইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় তার মরদেহ।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এনএইচআর