ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের ১৬ ইউনিয়নে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
নারায়ণগঞ্জের ১৬ ইউনিয়নে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের তিন উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ফলীয় প্রতীক নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রার্থী তালিকা প্রকাশের সত্যতা নিশ্চিত করেছেন।

নৌকা পেলেন যারা- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে মতিউর রহমান, বক্তাবলী ইউনিয়নে শওকত আলী, এনায়েতপুর ইউনিয়নে আসাদুজ্জামান, গোগনগর ইউনিয়নে জসিম উদ্দিন আহমেদ, কাশিপুর ইউনিয়নে এ এম সাইফুল্লাহ বাদল, কুতুবপুর ইউনিয়নে মনিরুল আলম সেন্টু।
বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে মোহাম্মদ মজিবুর রহমান, ধামগড় ইউনিয়নে মাসুম আহমেদ, মদনপুর ইউনিয়নে মোহাম্মদ সালাম মিয়া, কলাগাছিয়া ইউনিয়নে কাজিম উদ্দিন, বন্দর ইউনিয়নে মুক্তার হোসেন।

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে আরিফুল হক ভূঁইয়া, ভোলাবো ইউনিয়নে তায়েবুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন কামরুল হাসান ভূঞা, মুড়াপাড়া ইউনিয়নে তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউনিয়নে জাহেদ আলী।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।