ঢাকা: বিভিন্ন সরকারি বাহিনী ও সংস্থায় চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (৯ অক্টোবর) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।
গ্রামের বেকার যুবকদের টার্গেট করে ভুয়া নিয়োগপত্র দিয়ে অভিনব এ প্রতারণা চালিয়ে আসছিলেন ওই চক্রের সদস্যরা।
গ্রেফতাররা হলেন- মো. মতিয়ার শেখ (৪৫), আবদুল আওয়াল সিকদার (৫৩) ও রইছ উদ্দিন (৫৬)।
অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, প্রতারক চক্রটি সরকারি বিভিন্ন বাহিনী ও সংস্থায় চাকরিতে নিয়োগের দেওয়ার কথা বলে প্রতারণা করে দীর্ঘ দিন ধরে অর্থ আদায় করছিল। গোপন তথ্যের ভিত্তিতে পল্টন থানাধীন একটি অফিসে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে এক্সন বাংলা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস নামের আড়ালে বিভিন্ন বাহিনী ও সংস্থায় চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করতেন। ওই ভুয়া নিয়োগপত্র আসল হিসাবে সরবরাহ করে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে।
চক্রের বাকি সদস্যদের গ্রেফতার ও প্রতারণার টাকা উদ্ধারের চেষ্টায় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
পিএম/এনএইচআর