ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাংনী ও মুজিবনগরে নৌকার প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
গাংনী ও মুজিবনগরে নৌকার প্রার্থী ঘোষণা

মেহেরপুর: দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য স্থানীয় পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নৌকা প্রতীকের জন্য মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ও মুজিবনগর উপজেলার (সবকটি) ৪ টি ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামীলীগ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।

গাংনী উপজেলার ১ নং কাথুলি ইউনিয়নের জন্য আওয়ামীলীগের নৌকা মার্কার প্রতীক পেলেন কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন, ২ নং তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নৌকার প্রতীক পেলেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মটমুড়া ইউনিয়ন পরিষদের জন্য নৌকা প্রতীক পেলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম বিশ্বাস, বামন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক পেলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবাইদুর রহমান কমল, সাহারবাটি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক পেলেন মশিউর রহমান।

এদিকে মুজিবনগর উপজেলার সবকটি ইউনিয়নের জন্য চেয়ারম্যান প্রার্থীর বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন, ১ নং দারিয়াপুর ইউনিয়নের জন্য মো. মোস্তাকিম, ২ নং মোনাখালি ইউনিয়নের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মো. রফিকুল ইসলাম গাইন, ৩ নম্বর বাগোয়ান ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হলেন মো. কুতুব উদ্দীন ও ৪ নম্বর মহাজনপুর ইউনিয়নে দলীয় প্রার্থী হলেন আমাম হোসেন।

শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে নৌকার এসব কান্ডারীদের নাম ঘোষণা করা হয়।

গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এবার ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামীলীগ একটি নতুন চমক নিয়ে এসেছে। দলের দূর্দিনের ত্যাগী নেতা, যাদের সঙ্গে স্থানীয় নেতা কর্মীদের সরাসরি সম্পর্ক এবং বিগত দিনের দলীয় কার্যক্রমের মুল্যায়নকে গুরুত্ব দিয়ে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে এসব প্রার্থীদের বিজয়ী করবেন স্থানীয় নেতা কর্মী ও ভোটাররা।

এদিকে দলীয় মনোনয়ন লাভ করায় এসব প্রার্থীদের স্বপক্ষের নেতা কর্মী ও সমর্খকরা এলাকায় মিষ্টি মুখ করানোসহ আনন্দ মিছিল শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।