ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি সাগর, সম্পাদক ডাবলু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি সাগর, সম্পাদক ডাবলু 

কুষ্টিয়া: কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আল-মামুন সাগর ও সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান ডাবলু নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে জয় পেয়েছেন নুরুন্নবী বাবু ও ডা. গোলাম মওলা।

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা বিরতিহীনভাবে কুষ্টিয়া প্রেসক্লাব হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১০৬ জন ভোটারের মধ্যে ১০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে জয় পেয়েছেন যুগ্ম সম্পাদক পদে আবু মনি জুবায়েদ রিপন ও পি এম সিরাজুল ইসলাম; কোষাধ্যক্ষ পদে এম লিটন-উজ্জ-জামান; দপ্তর সম্পাদক পদে নাহিদ হাসান তিতাস; প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান; ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন।  

এছাড়া নির্বাহী সদস্য পদে আবদুর রশীদ চৌধুরী, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বাচ্চু, চৌধুরী মুরশেদ আলম, হাসান আলী, আহসান আলী বিশ্বাস, ইব্রাহিম হোসেন মেরাজ, দেলোয়ার মানিক ও সামসুন্নাহার কথা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আব্দুল আলীম এসব তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ১৯ পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী অংশ নেন।  

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।