ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ আন্তঃজেলার দুই মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শনিবার (০৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে জেলার সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতলবপুর কালী বাজার রোড ও পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামের মো. মারফত উল্যার ছেলে মো. কামরুল হাসান (২৮) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর এলাকার মৃত মুক্তল হোসেনের ছেলে মো. মাঈন উদ্দিন (৩৪)।  

শনিবার দিনগত রাত ১২টার দিকে ডিবি পুলিশের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দুইজন আন্তঃজেলার চিহ্নিত মাদকবিক্রেতা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।