ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অভিযোগ বাক্সে টাকা!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
অভিযোগ বাক্সে টাকা!

ঢাকা: প্রতিটি রেলস্টেশনেই রয়েছে অভিযোগ বাক্স। যাত্রীদের নানা অভিযোগ জমা হওয়ার কথা সেখানে।

কিন্তু সেই অভিযোগ বাক্সেই টাকা দান করেছেন যাত্রীরা।

এ ঘটনাটি ঘটছে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে।  

শনিবার (৯ অক্টোবর) নিজের ফেসবুকে এ ঘটনার বিবরণ দিয়েছেন গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সেলিম আল হারুন।

তিনি লিখেছেন, আজ গফরগাঁও স্টেশনে রক্ষিত অভিযোগ বাক্সটি খুললাম। খুলে যা দেখতে পেলাম, তা চিন্তাও করতে পারিনি। অভিযোগপত্র তো দূরে থাক, সে রকম কোনো কাগজই খুঁজে পেলাম না। পেলাম ১০০, ৫০, ২০, ১০, ৫ টাকা মূল্যমানের বেশকিছু নোট। সর্বমোট ৫৬২ টাকা পাওয়া গেল। পরবর্তীতে টাকাগুলো অত্র এলাকার একটি মসজিদে দান করা হলো।

তিনি আরও লিখেছেন, কোনটি দান বাক্স, কোনটি অভিযোগ বাক্স তা না জানলে এমনই হবে। তাই সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
ডিএন/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।