ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনার ছবি ভাইরাল, শিপইয়ার্ড সড়ক সংস্কার কবে?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
দুর্ঘটনার ছবি ভাইরাল, শিপইয়ার্ড সড়ক সংস্কার কবে?

খুলনা: যাত্রীবাহী ইজিবাইক উল্টে পড়ে গেছে। ইজিবাইকে থাকা যাত্রীদের অনেকে হতাহত হয়েছেন।

শনিবার (৯ অক্টোবর) যাত্রা পথে সেই ছবি মোবাইলে ধারণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা শামীমুর রহমান শামীম।

ছবিটি শামীম তার ব্যক্তিগত ফেসবুকে আপলোড করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ে।

শামীম ফেসবুকে ছবিটি আপলোড করার সময় লিখেন- এটি কোনো গ্রাম্য দৃশ্য নয়। এটি খুলনা শহরের গুরুত্বপূর্ণ একটি জনবহুল রাস্তা। প্রতিদিন লাখো মানুষের চলাচলের গুরুত্ব বহন করে এটি। খুলনা মহানগরীর শিল্পঞ্চল লবণচরা থানাধীন ৩১ নং ওয়ার্ড শিপইয়ার্ড টু রূপসা ব্রিজ বাইপাস সড়ক। শনিবার সকাল ১১টায় এই দুর্ঘটনা কবলিত মানুষের আহাজারি আর কতদিন? আর কত রক্ত দিতে হবে আমাদের? খুলনা উন্নয়ন কর্তৃপক্ষসহ (কেডিএ) সব কর্তা ব্যক্তিদের প্রতি রইল প্রধানমন্ত্রী ঘোষিত চার লেন রাস্তার দ্রুত কাজ শুরু করার দাবি।

কেয়া নামের এক নারী ফেসবুকে ইজিবাইক উল্টে যাওয়া ছবিতে মন্তব্য করেন- কত দিন আর এই অঘটন দেখতে হবে, কে নেবে এই দায় ভার, আজ যদি কোনো নবজাতক থাকতো ওখানে কী অবস্থাটা হতো? আল্লাহ সবাইকে হেফাজত করুন।

এসকেএম রাকিবুল হাসান রিপন নামের এক ব্যক্তি মন্তব্য করেন- বার বার KDA এর দোহাই দিয়ে KCC দায় এড়িয়ে যাচ্ছে যা শোভনীয় নয়। । KDA দেশের বাহিরের সংস্থা নয় যে কাজ বন্ধ রাখছে। KDA কে কাজ করতে দিচ্ছে না এটাই স্বাভাবিক মনে হচ্ছে। কোন স্বার্থের জন্য কাজ করতে দেওয়া হচ্ছে না। যার জন্য সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। সবাই দেখে ও যেন ঘুমিয়ে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মামুন নামের এক ব্যক্তি লিখেছেন- কে ডি এ এখনও নাকে তেল দিয়ে ঘুমায়। সিটি কর্পোরেশনের রাস্তা, ড্রেন, ফুটপাথের দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তবে কেডিএর গাফেলতির বিষয়ে কেসিসির দায় রয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা শামীমুর রহমান শামীম বাংলানিউজকে বলেন, শনিবার বেলা ১১টায় শিপইয়ার্ড স্কুলের সামনের সড়কের বিশাল গর্তের মধ্যে ইজিবাইকটি যাত্রীসহ উল্টে যায়। আমার সামনে এই দুর্ঘটনা ঘটে। আমি তখন ছবি টি তুলি এবং ফেসবুকে আপলোড করি। পরবর্তীতে অনেকেই ছবি টি পোষ্ট করেন। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়ে যায়। দুর্ঘটনায় শিশুসহ মহিলা ও অনেকেই আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ইজিবাইকটি রূপসা স্ট্যান্ড থেকে রূপসা সেতুর দিকে যাচ্ছিল।

স্থানীয়রা জানান, বৃষ্টি ও জলাবদ্ধতা কারণে খুলনা মহানগরীর শিপইয়ার্ড সড়কে সৃষ্টি হয়েছে হতশ্রী অবস্থার। কোথাও খানাখন্দ, কোথাও পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা এ সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। গাড়ি উল্টে প্রায় ঘটছে দুর্ঘটনা। কেউ পঙ্গুত্ব বরণ করছেন। আবার কেউ হারাচ্ছে প্রাণ।

আর কত গাড়ি উল্টে গেলে সংস্কার হবে সড়কটির এমন প্রশ্ন এখন সবার মুখে।

উল্লেখ্য, ২০১০ সালে নগরের রূপসা ট্রাফিক মোড় থেকে শিপইয়ার্ডের সামনে দিয়ে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পর্যন্ত চলে যাওয়া প্রায় ৪ কিলোমিটার সড়কটি প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প হাতে নেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। ২০১৩ সালে প্রকল্পটি একনেক সভায় অনুমোদন মেলে। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছিল ২০১৫ সালের জুন পর্যন্ত। পরে বাড়িয়ে ২০১৮ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু আট বছরে তিন দফায় মেয়াদ বাড়িয়েও এখনও প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করা যায়নি। যার কারণে প্রকল্পের ব্যয় ৯৮ কোটি টাকা থেকে বেড়ে ২৫৯ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। ২০১৩ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্যে বাস্তবায়নের দায়িত্ব পালন করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু নানা জটিলতায় যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। গত ৭ জুন অনুষ্ঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভায় এসব বিষয় উঠে আসে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।