ঢাকা: বাহরাইনে বাংলাদেশিদের প্রবেশের পর তিন দফা করোনা টেস্ট করতে হবে। এ তিনটি টেস্টের জন্য যাত্রীকে পরিশোধ করতে হবে ৩৬ বাহরাইন দিনার।
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানায়, ১০ অক্টোবর থেকে বাংলাদেশি প্রবাসীরা বাহরাইনে যেতে পারবেন। তবে বাহরাইন বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের করোনা টেস্ট করানো হবে। আর পৌঁছানোর পঞ্চম দিন ও দশম দিনে পুনরায় দু’টি টেস্ট করাতে হবে। এ তিনটি টেস্টের জন্য যাত্রীকে ৩৬ বাহরাইন দিনার পরিশোধ করতে হবে।
১০ অক্টোবর থেকে বাহরাইনের উদ্দেশে ভ্রমণকারী যাত্রীদের মধ্যে যারা বাহরাইনে বা গালফ কান্ট্রিতে অথবা যে সমস্ত দেশের সঙ্গে বাহরাইনের ভ্যাকসিন রেকোগ্নিশন চুক্তি রয়েছে সেখানে ভ্যাকসিন নিয়েছেন, তাদের ভ্রমণের আগে পিসিআর টেস্ট করাতে হবে না। পাশাপাশি ১০ দিনের হোম কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং দেখাতে হবে না। এর বাইরে ভ্রমণকারীদের ক্ষেত্রে পূর্বে ঘোষিত সব নিয়ম যথারীতি বহাল থাকবে। ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা পিসিআর নেগেটিভ সার্টিফিকেট (কিউআর কোড সম্বলিত) দেখানে হবে।
বাহরাইনে গিয়ে বিমানবন্দরে ও পঞ্চম এবং দশম দিনে মোট তিনটি টেস্টের জন্য ৩৬ দিনার দিতে হবে এবং ১০ দিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বাহরাইন সরকার কর্তৃক নির্ধারিত হোটেল অথবা নিজস্ব চুক্তিকৃত বাসায় ১০ দিন হোম কোয়ারেন্টিন পালনের প্রমাণপত্র দেখাতে হবে।
বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দিয়েছে। এজন্য ১০ অক্টোবর বাংলাদেশ থেকে বাহরাইনে যাওয়া শুরু করতে পারবেন যাত্রীরা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাহরাইন সরকার বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। সে কারণে কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশি দেশে এসে আটকে পড়েছিলেন। এখন তারা বাহরাইনে প্রবেশ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
টিআর/এসআই