জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রামে চুরির অপবাদে আনিকা নামে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নারী বেলী আরাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৯ অক্টোবর) রাতেই তাকে আটক করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় ধনতলা গ্রামের বাসিন্দা বেলি আরার চায়ের দোকান থেকে ২শ টাকা চুরি হয়। এ ঘটনায় তারই প্রতিবেশী আনিকাকে সন্দেহ করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। বিষয়টি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্র নাথ মণ্ডল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছের সঙ্গে বেঁধে রাখা এক কিশোরীর ছবি দেখে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় বেলী আরা নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়।
** চুরির অপবাদে কিশোরীকে বেঁধে মারধর
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
আরএ