ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু আনারুল ইসলাম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (২৮) নামে শিক্ষানবিশ এক আইনজীবীর মুত্যু হয়েছে।  

রোববার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পাচলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আনারুল ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।  

মৃতের পরিবারের সদস্যরা জানান, সকালে গ্রামের মাঠে পানের বরজে পানি দিতে যান আনারুল। সেখানে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক মটরের তার ছিড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।  

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।