ঢাকা: সম্প্রতি রাজশাহীতে নাবিল গ্রুপের ফিড মিল (ইউনিট-৩) ডাল মিল এবং নাবা পোল্ট্রি ফার্ম উদ্বোধন করেছেন ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা এবং নাবিল গ্রুপের এমডি ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম (স্বপন)।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা করেন, নতুন প্রকল্পগুলো উত্তরবঙ্গের তথা সমগ্র বাংলাদেশের মান সম্পন্ন ক্যাটল ফিড, ফিস ফিড, পোল্ট্রি ফিড, ডাল, ডিম এবং মুরগির চাহিদা বহুলাংশে পুরণ করবে।
নাবা পোল্ট্রি ফার্ম অর্গানিক এবং ওমেগা-৩ সমৃদ্ধ ডিম এবং মাংস উৎপাদনের জন্য ৬৬ লাখ লেয়ার মুরগি লালন-পালন করা হবে।
বাংলাদেশের অন্যতম খাদ্য শস্য আমদানীকারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ বর্তমানে কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে বিশেষ ভূমিকা রেখে চলেছে এবং এরই ধারাবাহিকতায় এই প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বকস মন্ডল, নাবিল ফিড মিলের চেয়ারপার্সন মোসা. ইসরাত জাহান, নাবিল গ্রুপের সিওও অনুপ কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এএমডি মোহাম্মদ কাইসার আলী, ডিএমডি এবং কোম্পানী সেক্রেটারী জেকিউএম হাবিবুল্লাহ এফসিএস, ইভিপি ও হেড আফ কর্পোরেট ইনভেস্টমেন্ট উইন মিফতাহ উদ্দিনসহ রাজশাহী অঞ্চলের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
কেএআর