চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে বিভিন্ন ফেরিঘাটগুলোর নানা অব্যবস্থানার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাঁকা-নারায়নপুর তরুণ প্রজন্মের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় সদর ও শিবগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে প্রায় ১০ হাজার পরিবারের বসবাস। জীবন-জীবিকার তাগিদে চরাঞ্চলের মানুষকে প্রতিদিন নদী পার হতে হয়। পদ্মা নদী পার হতে গিয়ে প্রতিনিয়ত স্থানীয়দের শিকার হতে হয় নানা ধরনের হয়রানির। ইজারাদারদের ইচ্ছায় নৌকায় যাত্রী, মালামাল, গবাদিপশু ও যানবাহন বোঝাই করার কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটে থাকে।
এ সময় বক্তারা নৌকায় নিদিষ্ট পরিমাণে (৪০ জন) যাত্রী উঠানো, নৌকায় উঠা-নামার সুব্যবস্থা করা, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন না করা, গর্ভবতী ও রোগীর জন্য আলাদা রিজার্ভ নৌকার ব্যবস্থা করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
জেডএ