ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যানজটে নাকাল নারায়ণগঞ্জবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
যানজটে নাকাল নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রৌদ্রের প্রখরতার পাশাপাশি নগরজুড়ে যানজটে নাকাল অবস্থায় পড়েছেন নগরবাসী। সোমবার (১১ অক্টোবর) দুপুরের পর থেকে নগরজুড়ে দেখা যায় তীব্র যানজট।

এ সময় পাঁচ মিনিটের সড়কে বিভিন্ন যানবাহনের যাত্রীদের লেগে যায় এক ঘণ্টাও।  

যানজটে দুই নম্বর রেলগেট এলাকা থেকে পাঁচ মিনিটের সড়ক চাষাঢ়ায় পৌনে এক ঘণ্টায় পৌঁছাতে পেরেছেন একটি সরকারি ব্যাংকের কর্মচারী শাকিল।  

তিনি জানান, আমার কাজ এক শাখা থেকে অন্য শাখায় প্রয়োজনীয় চিঠিপত্র নিয়ে যাওয়া। সেখানে যদি এত সময় সড়কেই লেগে যায় সেটা অফিস বুঝতে চায় না। তার ওপর তীব্র গরমে জীবন ওষ্ঠাগত।  

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কামরুল জানান, দুর্গাপূজার কারণে সব স্থানে চাপ বেশি। আমরা সবকিছু স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।