ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে ট্রাক খাদে পড়ে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
ফুলপুরে ট্রাক খাদে পড়ে আহত ৩ ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে তিনজন আহত হয়েছেন।  

সোমবার (১১ অক্টোবর) বিকেলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে বিষয়টি জানান।

এদিন ভোরে দিকে ফুলপুরের কাড়াহা বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, ফুলপুরের আমুয়াকান্দা বাজারে ও শেরপুরের নকলার নারায়ণখোলা বাজারে সাপ্লাই দিতে আলু ভর্তি একটি ট্রাক বিক্রমপুর থেকে ছেড়ে আসে। পথে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক ও তার সহযোগীসহ (হেলপার) তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।