নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার বাথরুমে প্রাণনাশের ভয় দেখিয়ে এক পরিছন্নকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (১০ অক্টোবর) বিকেলে ফতুল্লার শিল্পনগরী বিসিক শাসনগাও এলাকায় অবস্থিত জয়ন্তি কালার টেক্সটাইলের ৮ম তলার বাথরুমে এঘটনা ঘটে।
মামলায় উল্লেখ করা হয়, নওগা জেলার আত্রাই থানার মধুগুরনই গ্রামের আব্দুর লতিফের ছেলে রুবেল অবন্তি কালার টেক্সটাইলে চাকরি করেন। একই কারখানায় চাকরি করায় ২৯ বছর বয়সের নারী পরিছন্নকর্মীকে কারখানার বাথরুম পরিষ্কার করার সময় একা পেয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় রুবেল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, মামলা হয়েছে। রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআইএস