ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুর 'নিরাপত্তায়' বাংলাবাজার-শিমুলীয়া রুটে ফেরি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
পদ্মা সেতুর 'নিরাপত্তায়' বাংলাবাজার-শিমুলীয়া রুটে ফেরি বন্ধ

মাদারীপুর: স্রোত বাড়ায় পদ্মা সেতুর নিরাপত্তার খাতিরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।  

সোমবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক ছিল।

গত কয়েকদিনের তুলনায় স্রোতের বেগ বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রেখেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, যখন ফেরি চালু করা হয়েছিল তখনকার তুলনায় গত কয়েকদিনে নদীতে স্রোত কিছুটা বেড়েছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কমলে ফেরি আবার চলবে।

এর আগে, এক টানা ৪৭ দিন বন্ধ থাকার পর ৫ অক্টোবর ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ছয়দিন পরই আবার বন্ধ হলো ফেরি চলাচল। এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে দুই শতাধিক যানবাহন আটকে যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।