ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য নয়

ভোলা: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ওয়াজ মাহফিলে কোরআনের বাইরে উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না। নীতি-নৈতিকতা-মূল্যবোধ লালন ও ধারণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য।

সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং এটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।  

তিনি বলেন, কেউ ধর্ম অবমাননা করলে এবং সম্প্রীতি নষ্ট করলে, তাদের আইনের আওতায় আনা হবে। আইন সবার জন্য সমান।  

বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি আন্তর্জাতিক চক্র কাজ করছে এবং সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা কোনো ধর্মের নয়, গোত্রের নয়, বর্ণের নয়। এ লোকগুলোকে চিহ্নিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, যোগ করেন প্রতিমন্ত্রী।

সোমবার (১১ অক্টোবর) ভোলা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, যারা অন্যায়কারী, যারা অপরাধমূলক কাজের সঙ্গে লিপ্ত এবং যারা সংবিধানের মূলনীতি ভঙ্গ করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে আইন হয়ে গেছে এবং তাদের আইনের আওতায় আনা হবে। সে যেই ধর্মের লোক হোক না কেন।  

এ সময় প্রতিমন্ত্রী জনগণকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।  

প্রতিমন্ত্রী বলেন, আগামীতে হজযাত্রীদের ইমিগ্রেশন দেশেই হবে।  

ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।  

অনুষ্ঠানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রতিমন্ত্রী বাংকেরহাট মডেল মসজিদে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।