ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জাল দলিলে নামজারির চেষ্টা, ৩ ভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
জাল দলিলে নামজারির চেষ্টা, ৩ ভাই গ্রেফতার প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাল দলিল তৈরি করে ভূমির নামজারির চেষ্টার অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) মাধবপুর থানা পুলিশ তাদের গ্রেফতার দেখায়।


 
এরা হলেন- উপজেলার বেজুড়া গ্রামের গোলাম হোসেন (৮০), মাতব্বর হোসেন (৭৬) ও কামরুল হোসেন (৬৫)।
 
পুলিশ জানায়, গ্রেফতার তিনজন আপন ভাই। তারা জমির জাল দলিল ব্যবহার করে মাধবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নামজারির আবেদন করেছিলেন। সেখানে ব্যবহার করা দলিলটি যাছাই-বাছাই করে জাল বলে প্রতীয়মান হলে সোমবার উপজেলা প্রশাসন তাদের আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. তাদের মাধবপুর থানায় সোপর্দ করলে মঙ্গলবার গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
 
এ বিষয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহসিন আল মুরাদ বাংলানিউজকে বলেন, উপজেলা প্রশাসনের লিখিত অভিযোগ আমলে নিয়ে পুলিশ এই তিনজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
 আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।