বান্দরবান: মুজিবর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া।
পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. নাজমুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন, বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস এর দুর্যোগ ব্যবস্থাপনা ম্যানেজার প্রিয়াংকা নাগসহ প্রমুখ।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকা এবং ভূমিকম্প, বজ্রপাতসহ যেকোনো বিপদে আতঙ্কিত না হয়ে মোকাবিলা করার কৌশল শিখে রাখা এবং যেকোনো দুর্যোগে প্রশাসনকে অবহিত করার কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
আরএ