ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আটক ১

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
নির্বাচনকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আটক ১ মাজেদুল

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় মাজেদুল ইসলাম (২২)  নামে এক যুবক আহত হয়েছেন। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৮টায় উপজেলার লক্ষণপুর পূর্ব বাড়াইশাল পাইকারপাড়ায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার ওয়াজেদ আলীর ছেলে মাজেদুল ইসলাম তার চাচাতো ভাই খাদেমুলসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে আরেকটি মোটরসাইকেলে করে তাদের গতিরোধ করে সামনে দাঁড়ায় চড়কপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (১৬)। এ সময় তার হাতে থাকা ছুরি দিয়ে মাজেদুলের মাথায় আঘাত করে সে। পরে খাদেমুল ও মাজেদুলের চিৎকারে স্থানীয়রা এসে আটক করে হাবিবুরকে।

তখন উত্তেজিত জনতা হাবিবুরকে গণধোলাই দিতে উদ্যত হলে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক শামসুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে হাবিবুরকে আটক করে নিয়ে যায়। এ সময় জব্দ করা হয় ছুরিটি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মাজেদুলের মাথার পেছনের জখম মারাত্মক। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে হামলাকারী ওই যুবককে ছাড়াতে থানা চত্বরে গভীর রাত পর্যন্ত ভিড় জমান চেয়ারম্যান পদের আরেক প্রার্থী ডা. শাহাজাদা ও তার কর্মী-সমর্থকরা।

আহত মাজেদুল হচ্ছেন শামসুল হকের একনিষ্ঠ কর্মী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।