ঢাকা: স্ত্রীর নামে মৎস্য ও হ্যাচারি ব্যবসায় কথিত বিনিয়োগ দেখিয়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক গাড়িচালক মো. আব্দুল জলিল আকন্দ ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
আসামি রাজউকের সাবেক গাড়িচালক মো. আব্দুল জলিল আকন্দ (৬০) নিজ নামে ৫৭ লাখ ৮৮ হাজার ৩৬০ টাকা এবং তার স্ত্রী জাহানারা বেগমের (৫১) নামে ১ কোটি ১০ লাখ ২৪ হাজার ৪২ টাকাসহ সর্বমোট ১ কোটি ৬৮ লাখ ১২ হাজার ৪০২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করতে স্ত্রীর নামে মৎস্য ও হ্যাচারি ব্যবসায় কথিত বিনিয়োগ দেখিয়ে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তর করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও দণ্ডবিধি ১০৯ ধারায় দুদক, সজেকা, ঢাকা-১ এ একটি মামলা রুজু করা হয়েছে।
মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এসএমএকে/এমজেএফ