ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও স্বনামধন্য চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার(১৪অক্টোবর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব এ শোক জানায়।
শোকবার্তায় ফখরুল বলেন, মেরিনা আশরাফের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মত আমিও গভীরভাবে ব্যথিত। যোগ্য সহধর্মীনী হিসেবে তিনি তার স্বামীর অভিনয় ও রাজনৈতিক জীবনে সবসময় সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার পৃথক শোকবার্তায় মেরিনা আশরাফের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামন করেন এবং শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহবেদনা জানান।
বুধবার(১৩ অক্টোবর) দিবাগত ভোররাত ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
স্ত্রী হারালেন মেগাস্টার উজ্জ্বল
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমএইচ/এনএইচআর