ঢাকা: অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জিল্লুর রহমান জেলিন একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
মঙ্গলবার (১২ অক্টোবর) মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মো. হারুন অর রশীদ জানান, প্রতারক জিল্লুর অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে মো. শহীদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
শহিদুল ইসলাম সোমবার (১১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত শুরু করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রতারক জিল্লুকে গ্রেফতার করে।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার জানান, আসামি জিল্লুর ১৯৯৯ সালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। মানুষের সঙ্গে প্রতারণা করতে জিল্লুর অ্যাডিশনাল এসপি হিসেবে পরিচয় দিতেন। কিন্তু তার কাছ থেকে উদ্ধার হওয়া র্যাংক ব্যাজ ছিল এসপি পদমর্যাদার কর্মকর্তার।
সে নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে ভিকটিম শহীদুল ইসলামের কাছ থেকে ১০ লাখের বেশি টাকা হাতিয়ে নেয়। এছাড়াও পুলিশের কনস্টবলে চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে। আসামি জিল্লুর নিজেকে পুলিশ পরিচয়ে প্রতারণা করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হারুন।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমএমআই/এসআইএস