ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

জোবেদা ওই ওয়ার্ডের মোসলেহ উদ্দিন খলিফার বাড়ির জাফর ইকবালের মেয়ে। সে হাজিরহাট মিল্লাত একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনরা জানান, জোবেদা সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরটি থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  

জোবেদার দীর্ঘদিন থেকে মৃগী রোগ ছিলে। যে কারণে পুকুরের পানিতে পড়ে ডুবে জোবেদার মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়সহ স্বজনদের।  

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।