মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে তিনদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর থেকে পুনরায় ফেরি চলাচলের ‘ট্রায়াল’ চলছে।
টানা ৪৭ দিন বন্ধ থাকার পর গত ০৪ অক্টোবর পরীক্ষামূলক সফল চলাচল শেষ হলে পরদিন ০৫ অক্টোবর ভোর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয় ওই নৌরুটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাট সূত্র জানায়, পদ্মা নদীতে আবার স্রোত বেড়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।
এদিকে, বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা বাংলাবাজার ঘাটের উদ্দেশে যাত্রা করেছে। সফলভাবে ফেরিটি বাংলাবাজার ঘাটে এসে ভিড়লে বিকেল থেকে ফেরি চলাচল শুরু হতে পারে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ফেরি কুঞ্জলতা ঘাটে এসে ভিড়লে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফেরি চলাচল শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআরএস