ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শত বছরের সম্প্রীতির অনন্য নজির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
শত বছরের সম্প্রীতির অনন্য নজির

নারায়ণগঞ্জ:  ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির দেখছে নারায়ণগঞ্জবাসী। ১৩৯ বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে মুসলমান ও হিন্দুরা।

পাশাপাশি মসজিদ মাদ্রাসা ও দুর্গাপূজার মণ্ডপ শহরের আমলাপাড়া এলাকায়।  

আজানের সময় আজান, নামাজের পর কুরআন তেলাওয়াত। এদিকে নামাজের সময় বন্ধ থাকে ঢাক ঢোল। আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ নিয়ে কখনো অভিযোগ করা তো দূরে থাক বরং তাদের সব সময় নিরাপত্তা দিয়েছেন মসজিদ মাদ্রাসার মুসলমানরা। আর পূজা উদযাপন কর্তৃপক্ষ আজানের সময় গান কিংবা ঢাক ঢোল বন্ধ রেখেছেন।  

এবার সপ্তমীর রাতে (১১ অক্টোবর) এই মণ্ডপ পরিদর্শনে এসে এমন দৃশ্য দেখে অবাক হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। বিপ্লব বড়ুয়া বলেন, এখানে আমি যে শৈল্পিক পূজার আয়োজন দেখলাম। অবশ্যই আপনারা পূজায় দেবীর আরাধনা করেন, কিন্তু এখানে অনেক নান্দনিকতা থাকে। আমি জানতে পেরেছি পাশেই একটি মসজিদ রয়েছে। মসজিদের আজান এবং দুর্গাপূজার শাখের ধ্বনি একসঙ্গে বাজে এটা বাংলাদেশেই সম্ভব।  

পূজার আয়োজকদের অন্যতম প্রদীপ সাহা জানান, এখানে মিলেমিশে আমরা এক অনন্য নজির স্থাপন করেছি যা বছরের পর বছর ধরে রয়েছে।  
স্থানীয় মুসুল্লি রমজান মিয়া জানান, আমরা মসজিদ মাদ্রাসার মানুষ এই মণ্ডপের নানা বিষয়ে সহযোগিতা করি। আমাদের মধ্যে সম্প্রীতির এ ধারা শত বছরের পুরোনো।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।