ঢাকা: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আগামী পাঁচ বছরে বদলে যাবে বাংলাদেশ। এই পাঁচ বছরে অবকাঠামোগত উন্নয়ন ও মাথাপিছু আয় বাড়ার ফলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টকে’ অংশ নেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
তিনি বলেন, বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এছাড়া পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে। এদিকে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় তিন হাজার ডলার হবে। সব মিলিয়ে আগামী পাঁচ বছরে বাংলাদেশ বদলে যাবে।
জাপানী রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে ইতো নাওকি বলেন, রোহিঙ্গাদের সহায়তায় ১৫০ মিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে জাপান। আর রাখাইনে রোহিঙ্গাদের জন্য ৬৪ মিলিয়ন ডলার দিয়েছি আমরা। রোহিঙ্গা সংকট সমাধানে আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, সেটা ইতিবাচক। আমরা এই স্থানান্তর কার্যক্রমের সফলতা চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
টিআর/এমআরএ