জামালপুর: জামালপুরের সদর উপজেলায় নিখোঁজ হওয়া দুই কলেজ শিক্ষার্থীকে গাজীপুরের কোনাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জামালপুর পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহাম্মেদ এ তথ্য জানান।
এর আগে পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় জামালপুর জেলা পুলিশ।
এতে বলা হয়, গত ৬ অক্টোবর তুলশীপুর কলেজের শিক্ষার্থী সুলতান আক্তার (১৮) ও দিগপাইত কলেজের শিক্ষার্থী রফি আক্তার (১৯) নিখোঁজ হন। পরে
পরিবারের পক্ষ থেকে নারায়ণপুর তদন্ত কেন্দ্র ও জামালপুর থানার পৃথক দু’টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ঘটনায় নড়চরে বসে পুলিশ প্রশাসন।
নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মোবাইল কললিস্টের জের ধরে বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানা থেকে তাদের উদ্ধার করা হয়।
বিয়ে থেকে বাঁচতে বান্ধবীকে সঙ্গে নিয়ে ওই দুই শিক্ষার্থী পালিয়ে যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়ে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০২১
এনএইচআর