খুলনা: বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে সভায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, উৎপাদন ও বিপণন পর্যায়ে পণ্যের গুণ, মান ও পরিমাপের নিশ্চয়তা বিধান করা অত্যন্ত জরুরি। পণ্যের মান নিশ্চিত করতে পারলে ক্রেতারা প্রতারিত হবেন না।
তিনি আরও বলেন, বিএসটিআইকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল দ্বারা সমৃদ্ধ রাখতে হবে। এ প্রতিষ্ঠান থেকে সনদ পাওয়ার পরে যেন উৎপাদনকারী মানসম্মত পণ্য তৈরি করে সেদিকে নজরদারি করতে হবে। একইসঙ্গে ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে জানানো হয়, সরকার জনস্বার্থে ২২৯ ধরনের পণ্যকে বাধ্যতামূলকভাবে বিএসটিআই’র সার্টিফিকেশনের আওতায় এনেছেন। বিএসটিআই খুলনা দপ্তর এ পর্যন্ত তিন হাজারের অধিক মানসনদ দিয়েছে। বোনপোল ও মোংলা বন্দরের মাধ্যমে আমদানিকৃত পণ্যের অনলাইন ছাড়পত্র এ দপ্তর দিয়ে থাকে। দপ্তরের মেট্রোলজি শাখা এ পর্যন্ত ৩০০টি পেট্রোল পাম্প, ২৫টি এলপিজি প্রতিষ্ঠান ও ১৮০ ট্যাংক লরি যাচাই ও ক্যালিব্রেশন করেছে। এছাড়া ৫০০টি পণ্যের মোড়কজাত সনদ, দুই হাজার ৫০০টি জুয়েলারি, ২০০ শিল্প প্রতিষ্ঠান ও ২০ হাজারে অধিক দোকানের পরিমাপযন্ত্র যাচাই করে সনদ দিয়েছে। বিগত এক বছরে প্রতিষ্ঠানটি ১১২টি ভ্রাম্যমাণ আদালত ও ২৭৩টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে ২৫৭টি মামলা দায়ের ও ৩০ লাখ টাকার অধিক জরিমানা আদায় করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও খুলনা ক্যাবের সভাপতি অ্যাডভোকেট মো. এনায়েত আলী। এতে সভাপতিত্ব করেন খুলনা বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপ-পরিচালক (সিএম) মৃনাল কান্তি বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এমআরএম/আরবি