নড়াইল: স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪অক্টোবর) সকালে উপজেলার পৌরশহরের কালিয়ার মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেলিম রেজা ইউসুফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা চলে আসছিল। সকাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ছোটকালিয়ার মোড় জামে মসজিদের পাশের এক খণ্ড সরকারি জমি পরিমাপ করতে গেলে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হন।
আহতরা হলেন- আল ইমরান শেখ(২৫), মো. ইনামুল হক (২৮), আশিক শিকদার (২৫), তালিব শেখ (২০), আব্দুল্লাহ শেখ (১৯), রবিউল শেখসহ (৩৫)।
এদিকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মাতায়ন করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনএইচআর