মাদারীপুর: ৩৯ কেজি গাঁজাসহ মাদারীপুরে তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ সাদেকুল ইসলাম।
আটকরা হলেন- কুমিল্লার কোতয়ালী থানার তৈয়ব আলী মোল্লার ছেলে আল-আমিন (৩০), একই জেলার সদর দক্ষিণ থানার উড়িয়াপাড়া এলাকার কাজী আব্দুর রশিদের ছেলে কাজী আরিফ (২৩), একই এলাকার আবুল কালামের ছেলে শরিফুল ইসলাম (২২)।
কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জেলা শহরের আচমত আলী খান সেতুর টোলপ্লাজা থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৩৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় গাড়িটি থেকে ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি। আটক তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদারীপুর সদর মডেল থানায় মামলা হলে তাদের আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআরএস