ঢাকা: রাজধানীর মুগদার মান্ডা এলাকায় স্ত্রী আঞ্জুর খোঁজ না পেয়ে স্বামী রিকশাচালক আলামিন (২৮) বিষপানে আত্মহত্যা করেছেন। তার পরিবারের দাবি, গত দুইদিন আগে স্বামী-স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী আঞ্জু রাগ করে বাসা থেকে বের হয়ে যান।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে মুগদা মান্ডা হিরু মিয়ার গলিতে ভাড়া বাসায় বিষপান করেন আলামিন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।
আলামিন শরীয়তপুরের জাজিরা উপজেলার আব্দুল মোতালেবের ছেলে। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে মান্ডা হিরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
আলামিনের ছোট ভাই নিরাপত্তাকর্মী মো. আলম জানান, গত দুইদিন আগে পারিবারিক কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এজন্য ভাবি রাগ করে বাসা থেকে বের হয় যান।
তিনি আরও জানান, বুধবার (১৩ অক্টোবর) দিনরাতে তার ভাই আলামিন স্ত্রীকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন। ধারণা করা হচ্ছে হয়তো স্ত্রীকে খুঁজে না পেয়ে আলামিন বাসায় বিষপান করে আত্মহত্যা করেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এজেডএস/আরআইএস