ঢাকা: সরকারি পাথর অবৈধ উপায়ে উত্তোলন করে ২৫২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকার সরকারি সম্পদ আত্মসাৎ করায় মেসার্স বশির কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযোগে বলা হয়, মেসার্স বশির কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চিকাঢুরা মৌজাস্থিত শাহ আরেফিন টিলার ৬১ একর জায়গা পাথর উত্তোলনের জন্য ইজারা নেন। তিনি প্রভাব খাটিয়ে ১৩৭.৫০ একরজুড়ে অবস্থিত সম্পূর্ণ টিলা থেকে ২৫২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৬ লাখ ২৮ হাজার ৭৫০ ঘনফুট সরকারি পাথর অবৈধ উপায়ে উত্তোলন করেন। সরকারি সম্পদ আত্মসাৎ করায় দণ্ডবিধি ৪২০/৪০৬ ধারায় তার নামে মামলা করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসএমএকে/এমজেএফ