ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কোনো অপশক্তি সম্প্রীতি নষ্ট করতে পারবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
কোনো অপশক্তি সম্প্রীতি নষ্ট করতে পারবে না

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দুর্গাপূজা সার্বজনীন উৎসব। সম্প্রীতির সেতুবন্ধন।

কোনো অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না।  

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারেয়ারী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তমূলক দেশ হিসেবে বিশ্বে পরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবে বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে স্বাধীনতাবিরোধী চক্র সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে। সারাদেশে জাতিগত এবং ধর্মীয় দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লুটতে চেয়েছিল তারা। দেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেবে। এছাড়াও প্রশাসনও সজাগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।