ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার নাসিরাবাদের দরগাবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে ওই এলাকায় ধানক্ষেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআরএস