সিলেট: সিলেটে পরিত্যক্ত অবস্থায় লেবু বাগান থেকে দু’টি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার বরবন্দ (সিঙ্গারীপাড়া) গ্রামে অভিযান চালায় র্যাব। অভিযানে ওই গ্রামের মো. রজব আলীর বাড়ির পূর্বপাশের একটি লেবু বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি ২২ বোর রাইফেল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
উদ্ধার করা ২২ বোর রাইফেল দু’টি জিডি মূলে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনইউ/এমআরএ