ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে লরিচাপায় ৩ পথচারী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
ফেনীতে লরিচাপায় ৩ পথচারী নিহত 

ফেনী: ফেনীর মুহুরীগঞ্জ বিসিক এলাকায় মালবাহী লরিচাপায় তিন পথচারী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে বিসিক থেকে কাজ শেষ করে ক্যাঙ্গারু গ্রুপের পাঁচ কর্মী হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা ঢাকাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চারজনকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই দু’জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দু’জন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। ঘটনার পর লরিটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

নিহতরা হলেন- মোশারফ হেসেন (২২), জহিরুল (৪৫) ও সাজু (১৮)। তাদের তিনজনের বাড়িই জামালপুর জেলায়। তারা বিসিক এলাকায় ক্যাঙ্গারু গ্রুপের কারখানার শ্রমিক।  

ফেনীর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁডির ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লরিটি পুলিশ হেফাজতে রয়েছে। চালককেও আটক করা হয়েছে। আহত শ্রমিককে মিরসরাইয়ের বারইয়ার হাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসএইচডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।